ফোনের মাধ্যমে গ্যাস বুকিং পদ্ধতি বেশ কয়েক বছর হল চালু হয়েছে। কিন্তু জানেন কি এখন আপনি হোয়াটসঅ্যাপের (Whatsapp Gas Booking) মাধ্যমেও অনলাইনেই গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন?
হোয়াটসঅ্যাপ আমাদের দেশে একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। আমরা অনেকেই এই অ্যাপটি মূলত ব্যবহার করি চ্যাটিং, ডকুমেন্ট শেয়ারিং, গ্রুপ কল, ভিডিয়ো কল ইত্যাদি করতে। কিন্তু বছরখানেক হল হোয়াটসঅ্যাপ ভারতে ইউপিআই—এর মাধ্যমে অনলাইন পেমেন্ট সহ একাধিক ফিচার চালু করেছে। সেই সমস্ত ফিচারের মধ্যে অন্যতম হল অগ্রিম টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুকিং। তবে এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র ইনডেন কোম্পানির (Indane Gas) গ্রাহকরাই গ্যাস বুক করতে পারবেন।
কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করবেন?
যদি আপনি ইনডেনের গ্রাহক হন, তাহলে আপনার যে ফোন নম্বরটি ইনডেনে রেজিস্টার্ড করা আছে, অর্থাৎ যে নম্বরের সাহায্যে আপনি আইভিআরএস পদ্ধতিতে ফোন করে গ্যাস বুক করেন, সেই ফোনে 7588888824 নম্বরটি সেভ করুন। এবার হোয়াটসঅ্যাপের চ্যাট উইনডোতে সেই নম্বরটি ওপেন করুন এবং চ্যাট বক্সে REFILL লিখে সেন্ড করে দিন। তাহলেই আপনার সিলিন্ডার বুকিং সম্পূর্ণ হবে।
ওই চ্যাট উইন্ডোতে Status# লিখে সেন্ড করুলে জানতে পারবেন আপনার বুকিং স্টেটাস ও বুকিং নম্বর।