দু বছর আগে ট্রামে, বাসে করে অফিস যাওয়াই ছিল রোজকার রুটিন । কিন্তু, করোনা সব কিছু ওলট-পালট করে দেয় । কর্মক্ষেত্রে আসে নতুন পদ্ধতি 'ওয়ার্ক ফ্রম হোম' (Work From Home) । অর্থাৎ বাড়িতে বসে কাজ । বাড়িতে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ চলেছে দিনের পর দিন । তবে, এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াই অনেক অফিস আবার চালু হয়েছে । ফের পুরনো রুটিনে ফিরছেন মানুষ । কিন্তু, এরই মধ্যে কর্মক্ষেত্রে এল আরও এক নতুন পদ্ধতি, যার নাম 'ওয়ার্ক ফ্রম পাব' (Work From Pub)। অর্থাৎ গলা ভেজাতে ভেজাতেই কাজ করার মজা পাবেন কর্মীরা । ইতিমধ্যে ব্রিটেনে (UK) কাজের এই নতুন পদ্ধতি ট্রেন্ড করছে ।
ব্রিটেনের আর্থিক অবস্থা ভাল নয় । ঠিক এই সময় ইয়ং নামে এক সংস্থা এগিয়ে এসেছে । এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে আয় বাড়াতে এই পরিষেবা দেওয়ার কথা ভাবা হয়েছে । কাজের পাশাপাশি কর্মীদের দেওয়া হবে লোভনীয় লাঞ্চ । সেইসঙ্গে আনলিমিটেড চা ও কফি । তার জন্য খরচ করতে হবে ১৫ পাউন্ড । ওই ১৪০০ টাকার কাছাকাছি ।
এছাড়া পাবে কাজের একটা সুন্দর পরিবেশ পাওয়া যাচ্ছে । একেবারে শান্ত পরিবেশে কাজ করতে পারছেন কর্মীরা । প্রতিটি পাবে থাকছে ইন্টারনেটের সুব্য়বস্থা। ফ্রি ওয়াইফাই ব্যবহার করা যাবে । ব্রিটেনের শুধু একটা পাব নয়, এরকম অসংখ্য পাব কর্মীদের এই পরিষেবা দিচ্ছে ।
বিশেষ পরিষেবার ফলে দীর্ঘ ওয়ার্ক ফ্রম হোমের কর্মীদের একঘেয়েমি কাটবে, আবার অফিসের দমবন্ধ করা পরিবেশেও ফিরে যেতে হবে না । অনেকেই কিন্তু, এই দুইয়ের মাঝামাঝি কোথাও কাজ করতে চাইছিলেন । সেক্ষেত্রে, পাবে বসে কাজ করে কর্মীদের ভালও লাগবে ।সেইসঙ্গে ব্যবসাও ভাল হবে, আর্থিক উন্নতি হবে ।