রোজ আমাদের চারপাশে কত কী ঘটে, তার কোনওটা কেবলই ঘটনা, কালের নিয়মে হারিয়ে যায়, কোনওটা আবার মনে রেখে দেয় গোটা পৃথিবী, লেখা থেকে যায় ইতিহাসে। ৩১ অগাস্টও সেরকমই কিছু মনে রাখার মতো ঘটনা ঘটেছিল সারা বিশ্বের নানা প্রান্তে। এক নজরে দেখে নেওয়া যাক তারই কিছু।
ভারতীয় সঙ্গীতে জনপ্রিয়তার নিরিখে সর্বশ্রেষ্ঠ শিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন আজ। বেঁচে থাকলে সুর সম্রাজ্ঞীর আজ ৯৪ বছর (জন্ম ১৮২৯) পুর্ণ হতো। গোটা বিশ্বের সঙ্গীত দুনিয়ায় এক বিস্ময়ের নাম লতা মঙ্গেশকর। সারা বিশ্বের ৩৬ টি ভাষায় ৩০ হাজারের বেশি গান রেকর্ড করেছিলেন 'নাইটেঙ্গল অফ ইন্ডিয়া'।
১৯২৮ সালের ২৮ সেপ্টেম্বর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটেছিল। এই দিনে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। এটি বিশ্বের সর্বপ্রথম অ্যান্টি বায়োটিক।