ভারতের মতো উন্নয়নশীল দেশে মানুষের মৃত্যুর দ্বিতীয় এবং সাধারণ একটি কারণ হল স্ট্রোক । ভারতে নাকি প্রতি ৪ মিনিটে একজনের মৃত্যু হয় স্ট্রোকে । সম্প্রতি, এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন AIIMS নিউরোলজিস্ট, অধ্যাপক এম.ভি. পদ্মা শ্রীবাস্তব ।
নিউরোলজিস্ট জানিয়েছেন, ভারতে প্রতি বছরে গড়ে প্রায় ১,৮৫,০০০ জন মানুষ স্ট্রোক আক্রান্ত হন । প্রতি ৪০ সেকেন্ডে ১ জন করে স্ট্রোকে আক্রান্ত হন এবং প্রতি ৪ মিনিটে ১ জনের প্রাণ হারান স্ট্রোকে । সাধারণত স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে কম বয়সী এবং মধ্যবয়সী ব্যক্তিদের মধ্যে । দিন দিন সেই প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি ।
অন্যদিকে,গ্লোবাল বার্ডেন অফ ডিজিজেস (GBD) রিপোর্ট অনুসারে, ভারতে স্ট্রোকের হার ৬৮.৬ শতাংশ, মৃত্যুর হার ৭০.৯ শতাংশ এবং স্ট্রোকের ফলে শরীরের কোন এক অঙ্গ অক্ষম হয়ে পড়ে ৭৭.৭ শতাংশ মানুষের । সেক্ষেত্রে দেশে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার পরামর্শ দিয়েছেন নিউরোলজিস্ট ।