শীঘ্র ভারতে স্যাটেলাইটের (Satellite Internet Service) মাধ্যমে ইন্টারনেট সংযোগের সুবিধা পাবেন সাধারণ মানুষ। এই পরিষেবা চালু করবে ওয়ান ওয়েব নামে একটি কমিউনিকেশন সংস্থা। চলতি বছরের মে মাসে এই পরিষেবা শুরু হওয়ার কথা হলেও তা পিছিয়ে যায়।
ওয়ান ওয়েব সংস্থাটি যৌথভাবে পরিচালনা করে এয়ারটেল এবং ব্রিটিশ সরকার। এর আগে ইলন মাস্ক ভারতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন। প্রি—বুকিং শুরু হয়েছিল। কিন্তু ভারতীয় সরকারের কাছ থেকে লাইসেন্স না পাওয়ায় শেষ পর্যন্ত পরিষেবাটি চালু হয়নি।
এরপরই ওয়ান ওয়েবের তরফ থেকে ঘোষণা করা হয় তারা ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেবে। ওয়ান ওয়েবের তরফে জানানো হয়েছে, ভারতে খুব তাড়াতাড়ি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে তারা। এজন্য তারা ইসরোর (ISRO) বাণিজ্যিক সংস্থা নিউ স্পেস ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। ওয়ান ওয়েব তাদের ৬৮৪ টি স্যাটেলাইটের মাধ্যমে এই পরিষেবা দেবে।