আগে একটি নম্বরে একটি ফোনেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যেত। মঙ্গলবার নতুন ফিচারের কথা ঘোষণা করলেন মার্ক জুকারবার্গ। এবার হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে মাল্টি ডিভাইস ফিচার। এর ভিত্তিতে ৪টি ফোনে একসঙ্গে এবার থেকে খোলা যাবে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ আসল ফোনটি ছাড়াও আরও কয়েকটি ডিভাইস যেমন ট্যাব, ল্যাপটপ অন্য ফোনেও খোলা যাবে একই হোয়াটসঅ্যাপ।
French Fries-Depression: সকাল-বিকেল ফ্রেঞ্চ ফ্রাইয়ে কামড়, মনের অসুখ বাঁধাচ্ছে তরুণ প্রজন্ম!
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন। 'link to existing account' অপশনে গিয়ে নিজের নম্বরে নতুন কোনও ডিভাইসে হোয়াটসঅ্যাপ খোলা যাবে।