অবাঞ্ছিত প্রেগন্যান্সি রোধে বিশ্বজুড়ে বহু মহিলাই জন্মনিয়ন্ত্রক পিল (Contraceptive pills) ব্যবহার করেন । কিন্তু, এই পিল পরবর্তী কালে ডেকে আনতে পারে কঠিন ও মারণ রোগ । সাম্প্রতিক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে । বছরের পর বছর জন্মনিয়ন্ত্রক বড়ি খেলে স্তন ক্যানসারের (Breast Cancer) ঝুঁকি বেড়ে যায় ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গবেষণাটি প্রকাশিত হয়েছে PLOS মেডিসিনে । ২০ থেকে ৪০ বছর বয়সী স্তন ক্যান্সারে আক্রান্ত ৯,৪৯৮ জন মহিলার তথ্যের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে । ৫ বছর ধরে গর্ভনিরোধক বড়ি ব্যবহারের পর দেখা গিয়েছে ১৬ থেকে ২০ বছর বয়সী প্রতি এক লাখ মহিলার মধ্যে প্রায় ৮ এবং ৩৫ থেকে ৩৯ বছর বয়সী প্রতি একলাখের মধ্যে ২৬৫ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ।
আরও পড়ুন, Women Drink More Alcohol: মদ্যপানে পুরুষদের চেয়ে এগিয়ে মহিলারাই, বলছে সমীক্ষা
জানা গিয়েছে, বেশিরভাগ গর্ভনিরোধক বড়িতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টোজেন থাকে, যা ব্যবহারকারীদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় ২০-৩০ শতাংশ বাড়তে পারে ।