অনেকের ধারণা, হস্তমৈথুনে (Masturbate) শরীরের ক্ষতি হয় । কিন্তু, নতুন গবেষণা বলছে, হস্তমৈথুন ছেলেদের প্রস্টেট ক্যানসারের (Prostate Cancer) ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয় । শুধু ক্যানসারই নয়, প্রস্টেট সংক্রান্ত অন্য সমস্যার মাত্রাও কমে । গবেষণায় দাবি, অর্গ্যাজম যত বেশি, প্রস্টেট ক্যানসারের ঝুঁকি তত কম ।
ইউরোপীয় ইউরোলজি দ্বারা প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, ক্যান্সারের ঝুঁকি দূরে রাখতে পুরুষদের মাসে অন্তত ২১ বার হস্তমৈথুন বা যৌন মিলনের মাধ্যমে অর্গ্যাজম করা উচিত । দীর্ঘ ১৮ বছর ধরে এই গবেষণা চালানো হয়। ৩১, ৯২৫ জনকে নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গিয়েছে, ২১ বার হস্তমৈথুন করলে প্রায় ৩৩ শতাংশ প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমে ।
আরও পড়ুন, Natural Energy Drinks : সবসময় ক্লান্ত লাগে ? ভরপুর এনার্জি দিতে পারে এই ৪ পানীয়
কোলন, স্তন ক্যানসারের মতো প্রস্টেট ক্যানসারে (Prostate Cancer) আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। পুরুষরা সবচেয়ে বেশি প্রস্টেটের ক্যানসারে আক্রান্ত হন। তবে, গবেষকরা জানিয়েছেন, হস্তমৈথুনই প্রস্টেট ক্যানসার ঠেকিয়ে রাখার একমাত্র উপায় নয় । প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমাতে চাইলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে ।