কথায় বলে কুকুর প্রভুভক্ত। 'বিশ্বাসঘাতকতা' শব্দটা তাদের অভিধানে নেই৷ একাকীত্ব কাটাতে অনেকেই সারমেয় পোষেন। বাড়িতে একটা পোষ্য থাকলে মন খারাপের জো থাকে না, ওরাও হয়ে ওঠে পরিবারেরই একজন। ওদের ও শীতে দরকার বাড়তি যত্ন। এডিটরজি বাতলে দিচ্ছে আপনার আদরের পোষ্যকে এই শীতে কীভাবে রাখবেন সুস্থ।
Salt Balance: রান্নায় নুন বেশি পড়ে গিয়েছে? কমাবেন কীভাবে? এডিটরজির হেঁশেল থেকে রইল টোটকা
আসলে কুকুরের গায়ে পশম থাকায় শীতে তাদের খুব বেশি ঠান্ডা লাগে না। মানুষের তুলনায় তারা বেশিই চনমনে থাকে। তাই ওদের ঘন ঘন খিদে পায়। এই সময় দরকার তাদের সঠিক বিশ্রাম নেওয়া। ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিডে ভরপুর খাবার ওদের জন্য খুবই উপযোগী এই ঠান্ডার সময়ে। চকোলেট, ভাজা-ভুজি, কফি তেল মশলা দেওয়া যাবে না৷ মাছ মাংস দেওয়া যেতে পারে বয়েল করে। তাদের শরীর যেন পর্যাপ্ত জল পায় খেয়াল রাখতে হবে।