‘বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো বসন্ত বাতাসে’। বসন্ত মানেই ফুলের মরশুম। ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় সেজে ওঠে বাংলার প্রকৃতি। কোকিলের ডাক, আর রকমারি ফুলে এই সময় চারিদিক রঙিন হয়ে ওঠে। ফুলের ভারে নুইয়ে পড়ে গাছগুলি। ছবির মতো সুন্দর সেই দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। রইল বসন্ত সুন্দরী এক গুচ্ছ ফুলের খোঁজ।
Holi special Gujia Recipe: মিষ্টিমুখ ছাড়া দোল কীসের? জেনে নিন জিভে জল আনা গুজিয়া বানানোর রেসিপি
পলাশ: বসন্ত এবং পলাশ ফুল যেন সমার্থক। বছরের এই একটা সময় মরা পলাশ গাছ নুইয়ে পড়ে আগুন রঙা ফুলের ভারে। পুরুলিয়া, বোলপুর, বাঁকুড়ায় পলাশের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান হাজার হাজার পর্যটকরা। সম্প্রতি বিরল সাদা পলাশ নিয়েও হইচই শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
শিমুল: বসন্তের অন্যতম প্রধান আকর্ষণ শিমুল ফুল। কোথাও টুকটুকে লাল, কোথাও হলুদ, কোথাও কমলা বসন্তে চারিদিকে মুঠো মুঠো রং ছড়িয়ে প্রকৃতিকে সাজিয়ে তোলে শিমুল।
কনকচাঁপা : বসন্ত কালে ফোটে সোনা রঙের কনকচাঁপা ফুল। মিষ্টি বন্য গন্ধ সঙ্গে উজ্জ্বল রঙ এই ফুলের সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়।