আগামীতে অনলাইন পেমেন্ট অ্যাপ পেটিএম (Paytm) মারফত মোবাইল রিচার্জ করলেই দিতে হতে পারে অতিরিক্ত চার্জ ।
গত বছরের শেষের দিকে ফোনপে (PhonePe) মোবাইল রিচার্জের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত টাকা নেওয়ার কথা ঘোষণা করেছিল। এবার পেটিএমও একই নিয়ম চালু করতে চলেছে।
New Labour Law: এবার চাকরি ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে কর্মীর বকেয়া মেটাতে হবে সংস্থাকে
পেটিএম থেকে মোবাইল রিচার্জ করলে রিচার্জ পিছু ১ টাকা থেকে ৬ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ দিতে হতে পারে। ইউজাররা কত টাকার রিচার্জ করবেন তার ওপর সার্ভিস চার্জের পরিমাণ নির্ভর করবে। শুধু ফোন রিচার্জ নয়, পেটিএমের মাধ্যমে সমস্ত রকম পেমেন্টের ক্ষেত্রেই সার্ভিস চার্জ নেওয়া হবে। পেটিএমের তরফে জানানো হয়েছে যে, প্ল্যাটফর্ম চার্জ হিসেবেই এই অতিরিক্ত টাকা নেওয়া হবে। তবে ইউজাররা যদি ১০০ টাকার বেশি রিচার্জ করেন, তবেই তাদের কাছ থেকে এক্সট্রা চার্জ নেওয়া হবে।