দিন যত এগোচ্ছে ততই বিচিত্র হচ্ছে মানুষের ফ্যাশন সেন্স। একেক জন মানুষ একেক রকম করে সাজতে পছন্দ করেন। তবে কিছু কিছু সময় সেই ফ্যাশন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের ‘কন্টেন্ট’ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক জিন্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইহই শুরু হয়ে গিয়েছে।
বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড সম্প্রতি, এমন একটি জিন্স লঞ্চ করেছে, যার নাম 'পে স্টেন' জিন্স। অর্থাৎ এই জিন্স পরলে মনে হবে তাতে প্রস্রাবের দাগ লেগে রয়েছে, বা দূর থেকে দেখে মনে হবে, জিন্স পরিহিত ব্যক্তি বুঝি প্যান্টেই প্রকৃতির ডাক সেরে ফেলেছেন। কারণ ডেনিমটির কোমরের অংশ জুড়ে রয়েছে একটি ভেজা দাগ।
ব্রিটিশ-ইতালি ব্র্যান্ডের মেন্সওয়ার এই জিন্সগুলি অনলাইনে চুটিয়ে বিক্রি হচ্ছে। আবার এই জিন্সের দাম শুনলেও আপনি আকাশ থেকে পড়তে পারেন। জিন্সগুলির দাম ৮১১ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭,৬০০ টাকা দাম।
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্য়াপ কাণ্ড, ছত্তিশগড় থেকে আটক অভিনেতা সাহিল খান
তবে জিন্সের সমালোচকও রয়েছেন বহু। কেউ কেউ তো বলছেন ‘আজকাল মানুষ ফ্যাশনের জন্য কী না কী করছে’ আবার কেউ ঠাট্টা করে লিখেছেন, ‘এই জিন্স আমি নিজেই তৈরি করতে পারি’