রান্না করার আগে গুগলে সার্চ। সম্প্রতি গোটা দুনিয়ায় এটাই ট্রেন্ড। এক ক্লিকেই চলে আসে আপনার পছন্দের রেসিপি৷ শুধু খাবারের রেসিপিই নয়, কোন রেস্তোরাঁয় কত দাম, তার রিভিউ সবই হাতের মুঠোয়। খাদ্যরসিকদের সার্চ লিস্টে সবার উপরে থাকে কেবলই রেসিপির নাম। এবার সেই নিয়ে বেরিয়ে সার্চ লিস্ট। ২০২২ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোন খাবারের রেসিপি?
Rhea Chakraborty: সুশান্ত এখন শুধুই 'প্রাক্তন', সমস্ত অপবাদ ভুলে নতুন সম্পর্কে রিয়া চক্রবর্তী
গুগল জানিয়েছে, গোটা বছর মানুষ হন্যে হয়ে খুঁজেছেন 'পনির পসিন্দা'র রেসিপি। তবে এই কথা শুনে যদিও বেজায় চটেছেন Non Veg প্রেমীরা৷ তাঁদের ক্ষোভ, এতরকম আমিষ খাবার থাকতে সার্চ লিস্টে সর্বাগ্রে পনির পসিন্দা কী ভাবে হয়? তবে নিরামিষভোজীরা কিন্তু পনিরের এই রমরমা দেখে বেজায় খুশি।
এছাড়াও এই তালিকায় পনিরের পিছনে রয়েছে চিকেন স্যুপ, প্যানকেক, পিৎজার মতো রেসিপিও। এছাড়া ২০২১ সালের মতো ২০২২ সালেও দুটি রেসিপির জনপ্রিয়তায় পড়েনি ভাটা। মোদকের রেসিপি এবং একটি ফলের স্বাদওয়ালা ককটেলের রেসিপি খুঁজেছেন গোটা বিশ্বের মানুষ।