অতিমারীর কারণে গত আড়াই বছর ধরে দেশে বিদেশে বেশ ভাল রকমই চলছিল ওয়র্ক ফ্রম হোম। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই অধিকাংশ সংস্থা ফের অফিসে ডাকতে শুরু করেছে কর্মীদের। ওদিকে অভ্যেস তো একদিনে যায় না। আড়াই বছরের অভ্যাস ছাড়তে কষ্ট হচ্ছে কর্মীদের। কারণে-অকারণে অফিস কামাইয়ের ছুতো খুঁজছেন কর্মীরা। আর অধিকাংশের মুশকিল আসান করছে গুগল।
ফ্র্যাঙ্ক রিক্রুটমেন্ট গ্রুপের একটি পরিসংখ্যান বলছে শুধু ২০২২-এই ২২ লক্ষ ৩০ হাজার ২৪০ বার অফিস কামাইয়ের কারণ সার্চ করা হয়েছে গুগলে, না সারা বিশ্বে নয়, এই হিসেব শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের। ২০২২ সালে, অর্থাৎ কোভিডকালের তুলনায় যা ১৮৮৪ % বেশি, ২০১৮ অর্থাৎ প্রাক কোভিড কালের তুলনায় ৬৩০ % বেশি।
নিজের অসুস্থতার কথা কীভাবে জানাতে হবে, কামাইয়ের জন্য কী কী কারণ দেখানো যেতে পারে, এইসবই দেদার সার্চ হচ্ছে গুগলে।