সোশ্যাল মিডিয়ায় দেখে রেস্তোরাঁয় খেতে যান? যাচাই ও করেন না জিনিসের দাম। আপনি কিন্তু ঠকে যাচ্ছেন। অধিকাংশ রেস্তোরাঁ ফুড ব্লগারদের দিয়ে রিভিউ তৈরি করে। আর আপনিও যাওয়ার আগে তাই দেখছেন, এতে আপনর টাকা বেশি খরচ হচ্ছে।
সমীক্ষায় দেখা গিয়েছে, ২০০০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪১% মানুষ রেস্তোরাঁয় খেতে যান সোশ্যাল মিডিয়া দেখে। আসলে ওই সব ভিডিয়োতে ক্ষুধার্তদের খাবার সার্ভ করা হয়। গবেষণা বলছে ওই ভিডিয়ো দেখলে আপনার খিদে আরও কয়েক গুণ বেড়ে যায়। আর এতেই লাভ রেস্তোরাঁ মালিকদের। বার্কলেকার্ড পেমেন্টস দ্বারা পরিচালিত ওয়ানপোলের সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ১৮ থেকে ২৬ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি। তারা সোশ্যাল মিডিয়াতে মেন্যু দেখেই খেতে ছোটেন।