সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কাজের চাপ ও স্ট্রেস আর এন্তার জাঙ্ক ফুড খাওয়া। সেই সঙ্গেই বেড়েছে মানুষের ওজন। যার পোশাকি নাম- ওবেসিটি। ওজন কমানোর জন্য ঠিকঠাক ডায়েটের সঙ্গেই প্রয়োজন শারীরিক অনুশীলনেরও। সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, পিপারমিন্ট চা-তে খুব সহজে কমতে পারে পেটের অতিরিক্ত চর্বি। তার সঙ্গেই কমতে পারে দেহের অতিরিক্ত ওজনও।
জার্নাল অব ক্লিনিক্যাল গ্যাস্ট্রোএনট্রোলজিতে প্রকাশিত এই নতুন গবেষণা জানাচ্ছে, পরিমাপ মতো চা পান করলে তা আমাদের হজমশক্তি ঠিক করতে যেমন সহায়তা করে, তেমনই মেদের বাহুল্য কমিয়ে দারুণভাবে সাহায্য করে বিপাকক্রিয়াতেও।
কোষ্ঠকাঠিন্য, পেট ফেঁপে ওঠা এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোমে ভোগা মানুষরাও এই পিপারমিন্ট চা-এর সাহায্যেই মুক্তি পেতে পারেন শারীরিক সমস্যাগুলো থেকে, জানাচ্ছে গবেষণা।