শহরের নানা নামি পুজোয় নানা গুণীজনেরা পুজোর মুখ। ব্যতিক্রম উত্তর কলকাতার বিধান সরণি, সেখানে পুজোর মুখ কোনও মানুষ নয়, সারমেয়। পুজো তো সকলের, তাহলে মণ্ডপে ওদের কেন প্রবেশাধিকার থাকবে না? এই ভাবনা থেকেই পোষ্যবান্ধব পুজোর আয়জন করেছে অ্যাটলাস ক্লাব।
মণ্ডপে দুর্গার পায়ের কাছে দু'পাশে দুই সারমেয়র অবস্থান, ওরা আসলে মা কুকুরেরই রূপ। সন্তানের নিরাপত্তায় দুর্গার কাছে ব্যাকুল আর্তি মায়েদের। মণ্ডপে চোখে পড়বে বাইক আরোহী অসুরের ছবিও। বেলাগাম গতিতে বাইকের চলাচল নিয়মিত প্রাণ কাড়ছে পথকুকুরদের, তাই নিয়েই নাগরিকদের একটু সতর্ক করার উদ্যোগ নিয়েছে পুজো কমিটি।
প্রতিপদ থেকে তৃতীয়া পর্যন্ত সাধারণ দর্শনার্থীরা ব্রাত্য, বরং পোষ্যরাই দেখবে ঠাকুর। চতুর্থী থেকে দশমী পর্যন্তও পৃথক ব্যবস্থা রাখা হয়ছে পোষ্যদের জন্য।
Durga Puja 2022: 'কী মহা সমারোহে'! পুজোর থেকে বাঙালির কাছে বেশি আপন পুজোর প্রেম
আগে থেকে ফোনে পোষ্যদের নাম লিখিয়ে রাখার ব্যবস্থা থাকছে। পোষ্য-সমেত একজনকে আলাদা রাস্তা দিয়ে মণ্ডপে নিয়ে যাবেন পুজো কমিটির সদস্যরা।পুজোর ক'দিন মণ্ডপে থাকছেন পশু চিকিৎসক। থাকছে অক্সিজেনের ব্যবস্থাও।