আমরা অনেকেই রাতে মোবাইল ফোন চার্জে বসিয়ে ঘুমোতে যাই, কিংবা টিভি অফ করি রিমোটের সাহায্যে। কিন্তু আপনি কি জানেন এর ফলে আপনাকে বছরে প্রায় ১২ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হয়?
সম্প্রতি ইংল্যান্ডের একটি সংস্থা সেন্ট্রিকা তাদের সমীক্ষার রিপোর্টে এমনটাই দাবি করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী টিভি, মোবাইল ফোন সহ বিভিন্ন বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সরঞ্জাম স্ট্যান্ডবাই মোডে প্লাগড ইন থাকাকালীন ফুল চার্জড হওয়ার পরেও বিদ্যুৎ খরচ করে। আর তার ফলে বছরে প্রায় ১১৯৭১ টাকা (ভারতের গড় বিদ্যুৎ বিলের হিসেব অনুযায়ী) অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হয়।
আমরা অনেকেই রাতে টিভি দেখার পর সেটি রিমোট কন্ট্রোলড ডিভাইস থেকে অফ করি। টিভির মেইন সুইচ অফ করি না। এর ফলে টিভি কিন্তু পুরোপুরি অফ হয় না, সেটি স্ট্যান্ড বাই মোডে থাকে, আর এর জেরে টিভি সারা রাত বিদ্যুৎ খরচ করে। মোবাইল ফোন যখন রাতে চার্জে বসাই তখন সেটি কয়েক ঘণ্টার মধ্যেই ফুল চার্জড হওয়ার পরে স্ট্যান্ড বাই মোডে থেকে যায়। আমরা সকালে ঘুম থেকে ওঠার পর সুইচ অফ করি। এর ফলে মোবাইল সারা রাত বিদ্যুৎ খরচ করে। একই ভাবে অন্যান্য সামগ্রী যেমন, ওয়াইফাই রাউটার (WI Fi Router), ডিশ টিভির সেট টপ বক্স (Dish Tv Set Top Box), মাইক্রোওভেন (Microwave) ইত্যাদি আমরা যখন ব্যবহার করি না তখন প্লাগড ইন মোডে রেখে দিলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়।
তাই যদি অতিরিক্ত বিদ্যুতের বিল বাঁচাতে চান, তবে এখন থেকে অবশ্যই এই ডিভাইসগুলো যখন ব্যবহার করবেন না তখন সেগুলি স্ট্যান্ড বাই মোডে রাখা বন্ধ করুন।