কথাতেই আছে, রসে বসে বাঙালি! সব পার্বণের আসল পেট পার্বণ। নতুন বছরের শুরুটাও পেট পুজো দিয়েই হবে বাঙালির। তার জন্যই নানা ব্যবস্থা করেছে শহরের একাধিক রেস্তোরাঁ।
আলাদা আলাদা করে নানা পদের ব্যবস্থা তো থাকছেই। সঙ্গে আবার বাহারি থালির ব্যবস্থা। একবার চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক সে সবের দিকে
ও ক্যালকাটা
বাঙালির খাবারের জনপ্রিয় ঠিকানা ও ক্যালকাটা ১৪-থেকে ১৬ এপ্রিল আয়োজন করেছে নববর্ষস্পেশাল মিল বক্সের। তাতে থাকছে আমিষ এবং নিরামিষ থালির ব্যবস্থা।
সপ্তপদী
সপ্তপদীতে থাকছে দু'ধরণের থালি, একটার দাম ৯৪৯, আরেকটার দাম ১১৯৯ টাকা, দুটি থালিতেই থাকছে, আমিষ নিরামিষ নানা পদ ছাড়াও, মিষ্টি সরবত, চাটনি।
৬, বালিগঞ্জ প্লেস
এখানে আবার আমিষ , নিরামিষের আলাদা আলাদা থালি ছাড়াও পাওয়া যাবে ইলিশ থালি, এমন কী বাচ্চাদের জন্য স্পেশাল থালি।
আহেলি
পয়লা বইশাখ উপলক্ষে আহেলিতে চলবে পেটপুজোর উৎসব, নাম 'আহেলিয়ানা'। শেষ ৩ দশকের সেরা সেরা খাবার নিয়ে বিশেষ ভুরিভোজের ব্যবস্থা।