কেকে-র আকস্মিক মৃত্যু সারা দেশকেই অনেক প্রশ্নের মাঝে দাঁড় করিয়ে দিয়েছে। মৃত্যুর আসল কারণ নিয়ে চিকিৎসকদের মধ্যে একটা ধন্দ ছিল। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলেছে ‘মায়োকার্ডিয়াল ইনফার্কশন’-এর কারণেই মৃত্যু হয়েছে শিল্পীর। যা সাধারণত হার্ট অ্যাটাক নামে পরিচিত।
ভারত সহ সারা বিশ্বেই হৃদ্রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বার্ষিক মৃত্যুর ৮৫ শতাংশ ঘটে হার্টের সমস্যা থেকে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়িমত খাওয়াদাওয়া, স্ট্রেস, হার্টের সমস্যা অন্যতম কারণ। ।
মায়োকার্ডিয়াল ইনফার্কশন কী?
চিকিৎসকদের মতে,এ ই অবস্থায় হৃদ্পিণ্ডের পেশির একটি অংশ অনেক সময় পর্যাপ্ত রক্ত পায় না। স্বাভাবিক অবস্থায় ফিরতে যত দেরি হয় ততই হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হতে থাকে।
মায়োকার্ডিয়াল ইনফার্কশন -এর লক্ষণগুলি কী কী?
যাঁদের উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, স্থূলতা-র সমস্যা, ধূমপানের প্রবণতা আছে, তাঁদের মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।