মহাষ্টমীর সন্ধ্যে। পুজো মন্ডপে বসে আছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সামনে রাখা দুটো ঢাক। এদিকে ঢাক বাজানোর লাঠি খুঁজে বেড়াচ্ছে ছোট্ট এক ঢাকি। পরনে সাদা ধুতি-পাঞ্জাবী। তিনি আর কেউ নন। শ্রীমান আদিদেব চট্টোপাধ্যায়। টেলি-অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের পুত্র।
সুদীপা-অগ্নিদেবের বাড়িতে প্রতিবছরই দুর্গাপুজো হয়। এবারে সেই পুজোতেই আমন্ত্রিত ছিলেন প্রসেনজিৎ। অষ্টমীর সন্ধ্যেয় চট্টোপাধ্যায় বাড়ি সাক্ষী থাকল প্রসেনজিৎ-আদিদেব যুগলবন্দীর। ঢাকের তালে পুজো প্রাঙ্গন মাতিয়ে রাখলেন টলিউডের বুম্বা দা। চোখে সানগ্লাস, হাতে স্মার্ট ওয়াচ, কেতাদুরস্ত ভঙ্গিতে পরা ধুতি-পাঞ্জাবিতে তাক লাগালেন বুম্বা দা।
আরও পড়ুন- Kumari Puja 2022: কুমারী হওয়ার অভিজ্ঞতা কেমন, ছোট্ট খুদের কাছে শুনল এডিটরজি বাংলা