আজ রথযাত্রা (Ratha Yatra) । করোনার জেরে গত দুই বছর রথযাত্রা হয়নি। এবার ফের বৃষ্টি ভেজা আষাঢ়ে রথ উৎসবে সামিল হতে চলেছে বাংলা । জায়গায় জায়গায় শুরু হয়েছে রথের মেলার প্রস্তুতি । রাস্তায় রথের ছোট মডেল হাতে কচিকাঁচাদের দল, সেইসঙ্গে পাপড়ভাজা, জিলিপি খাওয়ার রেওয়াজ । সেইসঙ্গে আজ থেকে আরও একটা উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে গোটা বাংলা । বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Pujo 2022 ) প্রস্তুতি । রথের দড়িতে টান পড়তেই, ঢাকে পড়ে প্রথম কাঠি । ভরা বর্ষাতেও কোথাও যেন একটুকরো শরতের হাতছানি ।
রথের দিনই রীতি মেনে কাঠামো পুজো (Making Of Durga Idol) শুরু হয় । বিশেষ করে বনেদি বাড়িগুলোর পুজোয় । রথের দিনই সকালে কলকাতার শোভাবাজার রাজবাড়ি, মল্লিক বাড়ি, লাহা বাড়ির মতো বনেদি বাড়ির পুজোয় পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় কাঠামো পুজো (Kathamo Puja 2022) । বেশ কয়েক জায়গায় বারোয়ারি পুজোর খুঁটিপুজোও হয় রথের দিন । তবে, এখন বেশিরভাগ বিগ বাজেটের পুজোয় প্যান্ডেল তৈরির কাজ শুরু হয় অনেক আগে থেকে । তাই খুঁটিপুজোও হয়ে যায় আগেই ।
আরও পড়ুন, Ratha Yatra 2022: এলাকার শিশুদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ, তাদের হাতে রথ তুলে দিলেন কাউন্সিলর
রথের দিন কাঠামো পুজোর পর সেই কাঠামোয় খড় দিয়ে দেবীর প্রাথমিক আদল তৈরি করা হয় । এরপর তাতে পড়ে মাটির প্রলেপ। তারপর রঙ-তুলিতে ধীরে ধীরে সেজে ওঠে মা দুর্গা । আর কিছুদিনের মধ্যে কুমোরটুলিতে ব্যস্ততা আরও বাড়বে । চারিদিকে তখন শুধুই পুজো পুজো গন্ধ । কাশফুল,শরতের নীল আকাশ... চার ছেলে-মেয়েকে নিয়ে মণ্ডপে মণ্ডপে হাজির হবেন মা দুর্গা । পুজো এল বলে...