প্রমিস ডে (Promise Day 2023) । অর্থাৎ একে অপরকে কথা দেওয়ার দিন । কথা রাখার দিন । মন খুলে মনের মানুষটিকে প্রতিশ্রুতি দেওয়ার দিন । কথা দেওয়া বা কথা রাখা শুধু প্রেমে নয়, যে কোনও সম্পর্কেই থাকে । তবে,প্রিয় মানুষকে প্রমিস (Promise Day) করার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে ।
মন খুলে কথা দিতে তো ভালই লাগে । আর কথা দেওয়া কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই । তাই প্রিয় মানুষকে এমন কিছু প্রতিশ্রুতি দেবেন না, যা পূরণ করতে পারবেন না ।
প্রমিস ডে-তে ভবিষ্যতের স্বপ্ন সাজান । আর তা বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিন একে অপরকে ।
প্রমিড ডে-তে প্রিয় মানুষকে কী প্রতিশ্রুতি দেবেন, সেটা অবশ্যই সকলের ব্যক্তিগত বিষয় । তবে, প্রিয়তম বা প্রিয়তমাকে মন খুলে জানিয়ে দিন, আপনি তাঁকেই ভালবাসেন ।
প্রমিস ডে কীভাবে পালন করবেন
বর্তমান যুগে মেসেজেই অনেকে প্রমিস ডে পালন করেন । প্রমিস ডে নিয়ে গুগলে ছড়ানো ভারী ভারী বক্তব্য তো রয়েছেই । তবে, প্রিয় মানুষটার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারটাই আলাদা । এগুলোই সম্পর্ককে মজবুত করে, আরও বেঁধে বেঁধে রাখে ।