চলছে ভালবাসার সপ্তাহ। আজ কথা রাখার দিন,অর্থাৎ প্রমিস ডে। যে কোনও সম্পর্কের মূল ভিতটাই তৈরি হয় ছোট ছোট প্রতিশ্রুতির মধ্যে দিয়ে। তাই প্রমিস থেকে সরলে কিন্তু এত্ত খাটনির সবটাই যাবে বিশ বাওঁ জলে। এই প্রমিস ডে-তে প্রতিশ্রুতি দেওয়ার আগে বরং বার দুয়েক ভাবুন, যে কথা রাখতে পারবেন না তা কি না দিলেই নয়!
আর যতটুকু কথা দেওয়া হয়ে গিয়েছে, তা রাখার চেষ্টা করুন। তাতেও যদি, একটু নড়বড় হয় তা ভালবাসার মানুষটাকে গিয়ে সাফ জানান। ব্যাস তাহলেই, আর প্রতিশ্রুতি ভঙ্গের ভয় নেই। আসল কথা তো একে অপরের প্রতি বিশ্বাস! যা প্রতিশ্রুতি ও ভালবাসা- এই দুই বিষয়কেই বারেবারে দিয়ে যায় খোলা আকাশ।
সম্পর্কে বেশ কিছু কথাও অনেক সময় না চাইতেই বলে ফেলা হয়, বলার সময় অত-শত খেয়ালও থাকে না। সেগুলিকে বরং কথার কথা বলে এড়িয়েই যান। প্রেমের এমন মরশুমে ঝড়-জল-ঝঞ্ঝায় ভালবাসার মানুষটার হাত ছেড়ে যাবেন না, এটুকু প্রমিস নিজেই নিজের কাছে করুন। দেখুন এই গালভরা ‘প্রমিস’ এর ভার বেশ খানিকটা কম লাগবে।