আজ প্রপোজ ডে (Propose Day 2023) । পছন্দের মানুষকে মনের কথা বলার দিন । যাঁকে পছন্দ করেন, কিন্তু এখনও মনের কথা বলে উঠতে পারেননি, এই তো সুযোগ । প্রপোজ ডে-র (Propose Day) দিন মনের কথা উজার করে দিন । যদিও, মনের কথা বলার জন্য আলাদা কোনও দিন ক্ষণ দরকার হয় না ঠিকই । তবে, প্রেমের সপ্তাহটা একটু স্পেশ্যাল । কে জানে, ভালবাসার মরসুমেই হয়তো আপনার ভ্যালেন্টাইনকে পেয়ে যেতে পারেন । কিন্তু, পছন্দের মানুষটিকে কীভাবে মনের কথা জানাবেন, ভেবেছেন কিছু ? কীভাবে প্রোপোজ করলে প্রত্যাখ্যানের সম্ভাবনা কম থাকবে, এই প্রতিবেদনে সেরকমই কিছু টিপস রইল ।
পছন্দের মানুষটিকে প্রপোজ করবেন, আগে তার জন্য রোম্যান্টিক পরিবেশ তৈরি করুন । কোনও রেস্টুরেন্ট হোক কিংবা তাঁর পছন্দের জায়গায় নিয়ে গিয়ে প্রপোজ করতে পারেন । মনের কথা বলার সময় গোলাপের কথা ভুললে চলবে না । কিংবা পছন্দের মানুষটি যে ফুল ভালবাসে, তাও দিতে পারেন । চকোলেটও দিতে পারেন ।
মনের মানুষটিকে বিয়ের প্রস্তাব দিতে চাইছেন ? তাহলে সিনেমার মতো হাঁটু গেড়ে বসে, হিরের আংটি দিয়ে প্রপোজ করতে পারেন । এখন এটাই ট্রেন্ড । না হলে, পছন্দের ফুল আর কিছু রোম্যান্টিক কবিতা লিখেও বিয়ের প্রস্তাব দিতে পারেন ।
লাভ লেটার । এখনকার দিনে বেশ অপ্রাসঙ্গিক ঠিকই, তবে এর মধ্যে একটা রোম্যান্টিক ব্যাপার আছে । তাই চিঠি লিখে মনের কথা বললেও মন্দ হয় না কিন্তু !
অনেকেই আছেন, পছন্দের মানুষটিকে তাঁর মনের কথা সামনা সামনি বলে উঠতে পারছেন না । তাঁদের জন্য অনলাইন ব্যবস্থা তো আছেই । আপনার কন্ঠস্বর রেকর্ড করে কোনও রোম্যান্টিক মেসেজের মাধ্যমে মনের কথা বলতে পারেন । তবে, সামনা সামনি বলাটাই কিন্তু বেশি ইমপ্রেসিভ !