সামনেই পুজো। জামাকাপড় কেনা নিশ্চিত হয়ে গিয়েছে অনেকেরই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেকোনও পোশাকেরই কিন্তু সৌন্দর্য নির্ভর করে স্টাইলিং-এর উপর। তাই জামা বা শাড়ি যাই কিনুন না কেন, কয়েকটি দুল এই পুজোয় অবশ্যই রাখুন গয়নার বাক্সে। ফ্যাশন ইনফ্লুয়েন্সার প্রীতি কিছু সাজেশন দিয়েছেন দুল নিয়ে।
Fulkopir Pokoda Recipe: বাজারে এক্কেবারে নতুন সবজি ফুলকপি, ডালের সঙ্গে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া
হুপ ইয়ার রিং- অবশ্যই সঙ্গে রাখুন একটি হুপ ইয়ার রিং। যেকোনও ফর্মাল পোশাকের সঙ্গে হুপ দারুন লাগে।
স্টাড - সকালের দিকে হালকা সাজে কানে পরে নিন ছোট্ট একটা ইন্টারেস্টিং স্টাড। তবে সেক্ষেত্রে গলায় একটা পেন্ডেন্ট চলতে পারে।
ছোট ঝুমকা- বাঙালি যেকোনও সাজের সঙ্গেই একটা ছোট্ট জুমকা আর টিপ হলে জমে যায়।
বড় ঝুমকা - শাড়ি কিংবা কোনও এথনিক ভারী আউটফিটের সঙ্গে অবশ্যই পেয়ার করুন বড় ঝুমকা।
জিওম্যাট্রিক ইয়ার রিং - এছাড়া ত্রিভুজ, গোল, চতুর্ভুজ এই ধরনের কিছু জিওমেট্রিক দুল রেখে দিন গয়নার বাক্সে। শার্ট, কিংবা ওয়ানপিসের সঙ্গে উপরের দুল গুলো না চললেও এইটা ভাল লাগবেই।