পুজোর কটা দিন হইহই আনন্দ, বাইরে ঘোরাঘুরি, ঠাকুর দেখা খানা পিনা তো থাকছেই। অন্যদিকে, পুজো কিন্তু নিজেকে প্যাম্পার করারও একটা মোক্ষম সময়। উৎসব তো আসলে মলিনতা ধুইয়ে দেওয়ার উদযাপন। সারাবছর নিজেকে নিয়ে যাঁরা ভাবার ফুরসৎ-টুকুও পান না, পুজোয় তাঁদেরও তো ইচ্ছে করে একটু ঝলমলে থাকতে?
শুধু মেকআপ করলেই হবে না। ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করতে হবে. পুজোর আর কটা দিন বাকি। এই সময় থেকেই যদি একটু যত্ন না নেন তাহলে কীভাবে হবে? উৎসবের মরশুমে ত্বক যাতে উজ্জ্বল থাকে, তার কিছু টোটকা রইল। জেল্লার প্রথম শর্ত ভিতর থেকে ত্বককে হেলদি রাখা।
এর জন্য এখন থেকেই নিয়ম করে নিদেনপক্ষে ২লিটার জল খান। পুজোর সময় বাইরের খাওয়া দাওয়া তো চলবেই, তাই এই কটা দিন তেল-ঝাল মশলার বদলে খান শাক-সবজি। রোজ একটা করে মরশুমি ফল খান। তাতে ধীরে ধীরে আপনার ত্বক হাইড্রেটেড হবে।
এছাড়া ঘরোয়া কিছু টোটকা রইল:
এক মুঠো তুলসি পাতা বেঁটে রস বের করে তাতে এক চামচ লেবুর রস ও সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুজোর আগে অবধি প্রতিদিন মাখুন।
পুজোর আগে ত্বক এক্সফোলিয়েট করতে এক চামচ চিনির সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে, গলায়, ঘাড়ে ভাল করে ঘষে করে নিন। ৩-৪ মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।
২ চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চামচ বেসন ও এক চিমটে হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগান। মিনিট পনেরো-কুড়ি অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ট্যানের সমস্যা দূর করতে এই প্যাক খুব জরুরি।