বৈশাখে বাঙালির দুই উৎসব। পয়লা বৈশাখ, এবং শেষে ২৫ বৈশাখ। এবছর রবি ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী। রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti) মানেই পাড়ায় পাড়ায় স্কুলে, কলেজে ছোট বড় নানা অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তির স্কুলে উৎসব। রবীন্দ্রজয়ন্তীর সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে বাঙালিয়ানা। রজনীগন্ধার গন্ধ, ধুপের সুবাস।
Rabindra Jayanti 2023: বৈশাখের শেষ বেলা রবি ঠাকুরের নামেই তোলা
রবীন্দ্র জয়ন্তীর সাজও আর সব দিনের তুলনায় আলাদা। মেয়েদের ক্ষেত্রে পাট ভাঙা তাঁতের শাড়ি, মাথায় জু্ঁই বা রজনীগন্ধা, গলায় কানে মাটির বা অক্সিডাইজের হালকা গয়না চলতে পারে। পুরুষ বন্ধুদের মানাবে ধুতি পাঞ্জাবি, বা পাজামা পাঞ্জাবিতে। রবীন্দ্র নৃত্যের সাজেও থাকে বিশেষ অভিনবত্ব। শাড়ি, ফুলের গহনার সঙ্গে ব্যবহার করা হয় উত্তরীয়, সঙ্গে হালকা সাজ, কপালে চন্দন।