শেক্সপিয়র বলছিলেন, নামে কী ভা আসে যায়? সত্যিই তো, রবীন্দ্রনাথের নাম রবীন্দ্রনাথ না হলেও তাঁর প্রতিভা নিশ্চয়ই এতটুকু কমত না। তবু বিশ্বকবিও কিন্তু জীবনের নানা সময়ে নানা ক্ষেত্রে নিজেই নিজের নাম দিয়েছেন নানান রকম।
কবিগুরুর জন্মজয়ন্তীতে রইল সে সব নামেরই স্মৃতি রোমন্থন। রবীন্দ্রানুরাগীরা সকলেই জানেন, কবিগুরুর পাঁচটি ছদ্মনাম অতি জনপ্রিয়। ভানুসিংহ, আন্নকালী পাকড়াশী, অকপটচন্দ্র লস্কর, দিকশূন্য ভট্টাচার্য এবং ষষ্ঠীচরণ দেব শর্মা। কিন্তু এছাড়াও রবি ঠাকুর অনেকগুলি ছদ্মনাম ব্যবহার করতেন যা অনেকেরই অজানা। যেমন নবীন কিশোর শর্মণ, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। এই সব নামের কোনওটিতে কবি কবিতা লিখেছেন, কোন নামে লিখেছেন নাটক, কোনওটায় বা গল্প। জীবনের নানা সময়ে নানা চিঠিতে ব্যবহার করেছেন নানা নাম।
১৯২৪-এ যখন চিনে গিয়েছিলেন রবীন্দ্রনাথ চিনের সরকার তাঁর নাম রেখেছিল 'চু চেন তান', অর্থাৎ ভারতের সূর্য।