প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব । কিন্তু, চলতি বছর শ্রাবণ নয়, ভাদ্র মাসে পড়েছে রাখি । তাও আবার দু'দিন । তার মধ্যে যে কোনও একদিন ভাই বা দাদার হাতে রাখি বেঁধে দিতে পারবেন দিদি বা বোনেরা । কিন্তু, ভাদ্র মাসে রাখি না বাঁধার এক পৌরাণিক কাহিনিও আছে ।
পৌরাণিক কাহিনী
কথিত আছে, ভাদ্র মাসে শূর্পনাখা তার ভাই রাবণকে রাখী বেঁধেছিলেন । এরপর রাবণের পুরো বংশই ধ্বংস হয়ে যায় । তাই ভাদ্র মাসে রাখি বাঁধা উচিত নয় বলে বিশ্বাস করা হয়। আরও বলা হয়, ভাদ্রে রাখি বাঁধলে ভাইয়ের আয়ু কম হয়। তবে এবার শ্রাবণ মলমাস থাকায় ভাদ্রতেই রাখি বন্ধন উৎসব পালিত হবে
কবে পড়েছে রাখি, আর রাখি বাঁধার কোন দিন, আর কোন সময়টা সবথেকে বেশি শুভ, জেনে নেওয়া যাক...
রাখিপূর্ণিমা কবে ?
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১২ ভাদ্র ও ১৩ ভাদ্র পড়েছে পূর্ণিমা । অর্থাৎ ১২ ভাদ্র পূর্ণিমা শুরু হচ্ছে । শেষ হচ্ছে ১৩ ভাদ্র । ওই দিন পূর্ণিমা ছেড়ে যাচ্ছে ৭ টা ৫৯ মিনিটে । ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, দু'টো দিন হল ৩০ অগাস্ট ও ৩১ অগাস্ট ।
ভাই বা দাদাকে রাখি বাঁধার শুভদিন ও শুভ সময়
৩০ অগাস্ট - সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত
৩১ অগাস্ট - সূর্যোদয় থেকে সকাল ৭ টা ৫৯ মিনিট পর্যন্ত
পূর্ণিমা ছাড়ার সময়কেই বেশি শুভ বলে মানা হয় । তবে, এই ব্যস্ততার জীবনে দু'দিনের মধ্যে আপনার ও আপনার ভাই বা বোনের সুবিধা অনুযায়ী যে কোনও একদিন বের করে নিন । শুধু ভাই বা দাদা কেন, রবীন্দ্রনাথের আদর্শকে শ্রদ্ধা জানিয়ে দিদি-বোনেরাও, বন্ধু-বন্ধুকেও রাখি পরাতে পারেন ।