সারাবছর খুনসুটির, কিংবা ক্রাইম পার্টনারকে একটা দিন খুশি না করলে চলে? সামনেই রাখি পূর্ণিমা। বেঁধে বেঁধে থাকার দিন। দাদা বা ভাইয়ের হাতে রাখি পরিয়ে বোনটি যখন আপনার সামনে হাত পাতবে। তখন কী দেবেন ভেবে দেখেছেন?
উপহার দেওয়া মানেই কিন্তু দামি হতে হবে এমন কোনও কথা নেই। অল্পের মধ্যেও আপনার বোনটিকে খুশি করতে পারেন।
বাজেট ৩০০ থেকে ৫০০ এর মধ্যে হলে দিতে পারেন লিপস্টিক, কাজল , নেলপালিশের একটা সেট।
বাজেট ১০০ থেকে ৩০০ এর মধ্যে হলে দিতে পারেন নানা রকমের দুলের একটি বক্স সঙ্গে চলতে পারে চকোলেট।
বাজেট যদি হয় আরেকটু বেশি ১০০০ বা তার উপরে , তাহলে উপহার দিতে পারেন ব্যাগ, ঘড়ি, সানগ্লাস ইত্যাদি।
এছাড়া হাতে বানানো উপহারও দিতে পারেন বোনটিকে।