ভাই বোনের আদর খুনসুটি আর ঝগড়াঝাটি ভরা মিষ্টি সম্পর্কের সবচেয়ে সুন্দর উদযাপন। তবে, বহু বছর ধরে হয়ে আসা রীতি রেওয়াজ একটু পাশে সরিয়ে রেখে দিব্যি বলা যায় রাখি (Raksha Bandhan 2022) শুধুই ভাই বোনেদের উদযাপন নয়। বন্ধুকে, প্রিয় শিক্ষককে, মা বাবা, দাদু ঠাকুমাকে, কিম্বা সন্তানের হাতেও রাখি (Rakhi Purnima) বেঁধে দেওয়া নতুন কিছু নয়। তবে, এ কথা অস্বীকার করে লাভ নেই, কচিকাঁচারদের মধ্যে এই উৎসব নিয়ে উদ্দীপনার শেষ থাকে না। খুদেগুলোর মুখে হাসি ফোটাতেই প্রতি বছর বাজারে আসে নতুন নতুন রাখি। যে কোনও উৎসবেই কালের নিয়মে উদযাপনে আসে বদল, আসে আধুনিকতা। রাখিতেও এসেছে। তুলো আর জরির রাখির চাহিদা কমেছে আগেই। বরং ফ্রেন্ডশিপ ব্যান্ডের আদলে রাখির রমরমা বাজার এখন। আর এসবের মাঝে এ বছরে দেদার বিকোচ্ছে নানা জনপ্রিয় কার্টুন চরিত্রের (Cartoon Rakhi) আদলে রাখি।
ডোরেম্যান (Doraemon), সিনচ্যান, ছোটাভিম (Chhota Bheem), বাল গনেশা, মিকি মাউস, পোকেমন, টম and জেরি, কিচ্ছু বাদ নেই। টিভির স্ক্রিনে দেখে শান্তি নেই, বাচ্চাদের হাতেও এখন বাঁধা চাই পেপ্পা পিগ। আর এই সব রঙিন কার্টুন রাখিতে ঢেলে সেজেছে গড়িয়াহাট (Gariahut), শ্যামবাজার (Shyambazar) চত্বর। আর, সারা দুনিয়াকে একটাই বাজারে পরিণত করা মুঠোফোন তো আছেই। জনপ্রিয় সব ই কমার্স সংস্থা তাদের কার্টুন রাখির পসরা সাজিয়ে তৈরিই আছে। শুধু একটা ক্লিকের অপেক্ষা!