এতটা কাকতালীয়? দীপিকার সাক্ষাৎকার নিচ্ছিলেন সাংবাদিকরা। অভিনেত্রীর কাছে তাঁর বিবাহিত জীবন নিয়েই প্রশ্ন রাখা হয়েছিল, আচমকা তখনই সেই ফ্লোরে ঢুকে পড়লেন রণভির, কাউকে কিছু না জানিয়ে। দীপিকাও তাজ্জব, বাকিরাও। রণভির বললেন, তিনি শুধু হাই বলতে এসেছিলেন।
পাশের সেটে শুটিং চলছিল, একটু ব্রেক পেয়ে দীপিকার খোঁজ নিতে এসেছিলেন স্বামী, জানতেন না টাইম ম্যাগাজিনের তরফে তখন তাঁকে নিয়েই প্রশ্ন করা হয়েছে দীপিকাকে।
Raghav-Parineeti Engagement: সেজে উঠছে পরিনীতির বাড়ি, দিদি প্রিয়াঙ্কা কি আসছেন মার্কিন মুলুক থেকে?
সাক্ষাৎকারে দীপিকা বলছেন, নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে বিয়ে করেছেন তিনি, রণভিরের সঙ্গে সময় কাটাতে তাঁর ভাল লাগে, প্রায় ১০ বছরের পরিচয়, রণভিরের সামনে নিজের ভাল খারাপ সবটুকু মেলে ধরতে পারেন নিশ্চিন্তে।