ডিজিটাল লেনদেনে এখন জনপ্রিয় মাধ্যম ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস তথা UPI। এখন দেশের বাইরে থেকেও ডিজিটাল লেনদেনের এক মঞ্চ হিসেবে ব্যবহার করা যাচ্ছে এই পদ্ধতি। ইউপিএ’র বাড়তে থাকা জনপ্রিয়তার অন্যতম কারণ একেবারে নিখরচায় ব্যবহারের সুবিধা। কিন্তু আরবিআইয়ের নয়া নির্দেশে সমস্যা বাড়ল ইউপিআই ব্যবহারকারীদের। এখন থেকে প্রতিটি লেনদেনে গুণতে হবে বাড়তি টাকা।
জানা গিয়েছে, ‘ডিসকাশন পেপার অন চার্জেস ইন পেমেন্ট সিস্টেম’ শীর্ষক ওই প্রস্তাবে ইউপিআইয়ের প্রতিটি লেনদেনের জন্য এবার থেকে চার্জ কাটার বিষয়ে চিন্তাভাবনা শুরুর কথা বলা হয়েছে। ইউপিআই পরিকাঠামো নির্মাণ ও তা চালানোর যে খরচ, তা তুলতেই এই পরিকল্পনা বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আরবিআই জানাচ্ছে, আইএমপিএস তথা ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিসেরই সমতুল ইউপিআই। সেই হিসেবে আইএমপিএসের জন্য ধার্য চার্জ কাটা উচিত ইউপিআইয়ের ক্ষেত্রেও। এই বিষয়ে আরবিআই ওই প্রস্তাবনায় জানিয়েছেন, ‘বিনামূল্যে পরিষেবার কোনও যুক্তি নেই বিশেষত অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে, যার মধ্যে পেমেন্ট সিস্টেমও রয়েছে, যদি না তাতে দেশ ও জাতির কল্যাণের মতো কোনও বিষয় থাকে।’
আরও পড়ুন- Sovereign Gold Bond Scheme 2022: ২৬ অগাস্ট পর্যন্ত সস্তায় সোনা কেনার সুযোগ, বিস্তারিত জেনে নিন
উল্লেখ্য, পরিসংখ্যান বলছে শুধুমাত্র মে মাসেই প্রায় ৬০০ কোটি ট্রানজাকশন হয়েছে এর মাধ্যমে, টাকার অঙ্কে ১০.৪ লক্ষ কোটিরও বেশি। সব মিলিয়ে ডিজিটাল লেনদেনের জগতে কার্যত বিপ্লব এনেছে ইউপিআই। ২০২১ সালের ডিসেম্বরে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী ‘ফোনপে’ এবং ‘জিপে’, যথাক্রমে ৪৭ শতাংশ এবং ৩৪ শতাংশ বাজার নিজেদের কুক্ষিগত করে। এরপর গত আট মাসে লড়াই আরও জোরদার হয়েছে।