বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। সঙ্গে আকাশজোড়া ঘুড়ির মেলা। আচ্ছা, বিশ্বকর্মা তো দেবতাদের 'ইঞ্জিনিয়র'। তাহলে তার পুজোয় কেন আকাশ জোড়া ঘুড়ি ওড়ে?
স্বর্গে দেবতাদের যে কোনওরকম কারিগরী সহায়তার দরকার পড়লেই, মুশকিল আসান একমাত্র বিশ্বকর্মা। তা এই বিশ্বকর্মাই একবার দেবতাদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছিলেন। শোনা যায়, সেই ঘটনাকে স্মরণ করেই ঘুড়ি ওড়ানো হয় বিশ্বকর্মা পুজোর দিন। তবে এর কোনো প্রামাণ্য তথ্য নেই।
Viswakarma Puja 2023: বহু বছর পর ১৭ সেপ্টেম্বর নয়, বিশ্বকর্মা পুজোর দিন পড়েছে ১৮ তারিখ,
বঙ্গে ঘুড়ি ওড়ানোর প্রচলন ১৮৫০ সাল নাগাদ। শুরুতে রাজা রাজরাদের খেলা থাকলেও দ্রুত তা সাধারণ মানুষের বৃত্তেও দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বজ্ঞা, ময়ূরপঙ্খী- হরেক রকম ঘুড়িতে সেজে উঠুক বিশ্বকর্মা পুজোর আকাশ।