হোলির দিন রাজধানীতে বন্ধ ছিল মদ বিক্রি। কিন্তু গোটা সপ্তাহে মদ বিক্রি হয়েছে দেদার। আবগারি দফতরের পরিসংখ্যান বলছে, এই উৎসবের সপ্তাহ জুড়ে দিল্লিতে সব মিলিয়ে ২৩৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ৬ মার্চ পর্যন্ত দিল্লির প্রায় ৫৯ কোটি টাকার (২৬,০২,০৪৩ বোতল) মদ বিক্রি হয়েছে।
স্বাভাবিক ভাবেই মদের বিক্রি বাড়ায় রাজস্বের পরিমাণও বহুগুণ বেড়েছে। দোল-হোলিকে কেন্দ্র করে মাত্র এক সপ্তাহে মদ বিক্রি করে সরকারের আয় হয়েছে ৬১০০ কোটি টাকা। শুল্কের পরিমাণ প্রায় ১১০০ কোটি টাকা।
Srijla Guha: নতুন ধারাবাহিকে 'মনফাগুন'-এর পিহু, ছোটপর্দায় আবার সৃজলা-র ম্যাজিক
দোল-হোলি উপলক্ষে বুধবার দিল্লিতে ছিল ‘ড্রাই ডে’। শহরের কোনও দোকান বা রেস্তরাঁয় মদ বিক্রি হয়নি সেইদিন।