দুর্গাপুজোর চার দিনের মধ্যে সেরা দিন বোধ হয় মহাষ্টমী। সকালে উঠে স্নান করে নতুন পাঞ্জাবি, শাড়ি পরে পুষ্পাঞ্জলি। দুপুরে কেউ বা দল বেধে খেতে যান প্যান্ডেলে পুজোর ভোগ। আবার কারও পাতে ইলিশ, পাঠার ঝোল বা মাংস। এরপরই শুরু হয়ে যায় প্রতিমা দর্শনের প্রস্তুতি। এবারও তার ব্যতিক্রম নেই। মহাসপ্তমীর পর শহরের উত্তর ও দক্ষিণে রেকর্ড ভিড় মহাষ্টমীতেও।
বিকেল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। কিন্তু এবার পুজোয় প্রতিমা দর্শন ও প্য়ান্ডেল হপিংয়ের উচ্ছ্বাস যেন বাঁধভাঙা। শ্রীভূমি স্পোর্টিংয়ের ভ্যাটিকান সিটি দেখতে গিয়ে ফিরে এসেছেন অনেকেই। এত ভিড় ঢুকতেই পারেননি। আবার সন্তোষ মিত্র স্কয়ারে লাইট অ্যান্ড সাউন্ড ভিড়ের চাপে থামিয়ে দিতে হয় পুলিশকে। মহাষ্টমীতে উত্তরের একাধিক পুজোতে মহাষ্টমীর সন্ধে থেকে ফের ভিড় বাড়তে শুরু করেছে।
উত্তরের দুই হাইভোল্টেজ পুজোর পাশাপাশি পাল্লা দিচ্ছে দক্ষিণও। চেতলা অগ্রনী, সুরুচি, ত্রিধারাতে অষ্টমীর সন্ধেতে দর্শনার্থীদের ঢল নেমেছে। অষ্টমীই প্রতিমা দর্শনের শেষ সুযোগ। এগডালিয়া এভারগ্রিন, বালিগঞ্জ কালচারাল, বাবুবাগান, যোধপুর পার্ক, সেলিমপুরেও ভিড় বাড়তে শুরু করেছে। মহাষ্টমীর সন্ধেবেলা দর্শনার্থীদের ঢল নেমেছে টালিগঞ্জ, গড়িয়ার একাধিক মণ্ডপেও। দক্ষিণে বেহালার পুজোতেও মহাষ্টমীর সন্ধেতে ভিড় বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন: বুকস্টল ভাঙচুরের প্রতিবাদ, অষ্টমীতে আটক কমলেশ্বর, বিকাশ রঞ্জন সহ একাধিক বামনেতা
মহাষ্টমীর সন্ধ্যায় যান নিয়ন্ত্রণে বিশেষ বিশেষ রাস্তা বন্ধ রেখেছে ট্রাফিক পুলিশ। তবুও উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা জুড়ে তীব্র যানজট আছে। ট্রাফিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।