ফ্রিজ ছাড়া দৈনন্দিন জীবন একেবারেই অচল। তাই প্রয়োজনীয় এই জিনিসটি অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিষ্কার (Refrigerator Cleaning) করা উচিত। কারণ সময় মতো ফ্রিজ পরিষ্কার না করলে ফ্রিজে বাসা বাঁধা জীবাণু খাবার নষ্ট করে দেয়।
প্রথমে ফ্রিজের প্লাগ খুলে কয়েক ঘণ্টা দরজা খুলে রাখবে। যাতে ফ্রিজের বরফ গলে যায়।
ফ্রিজের সব জিনিস নামিয়ে রেখে, ভেতরের র্যাক, ড্রয়ার, সেলফগুলি খুলে ফেলুন।
হালকা গরম জলে ডিটারজেন্ট মিশিয়ে ফ্রিজের ভেতরে স্প্রে করে স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে র্যাক, ড্রয়ার, সেলফগুলি ডিটারজেন্ট দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন - প্রত্যেক দিন একই সময় ঘুমোতে যাওয়া উচিত, জানেন কেন?
এবার ফ্রিজ শুকনো কাপড় দিয়ে মুছে র্যাক, ড্রয়ার, সেলফগুলি লাগিয়ে ঘন্টা দুয়েক পর চালিয়ে দিন। এরপর অবশ্যই একটুকরো লেবু কেটে ফ্রিজে রাখবেন এতে ফ্রিজে কোনও রকম গন্ধ হবে না।