বিগ ফ্যাট ওয়েডিং! ইংরেজি কথা হলেও ভারতীয়দের বিয়েতেই বেশি খাটে, আরও একবার প্রমাণিত হল। সারা জীবনের পড়াশোনার জন্য ভারতীয়রা যা খরচ করেন, তার চেয়ে বেশি খরচ করেন বিয়েতে! রিপোর্টে উঠে এসেছে এমনই তাক লাগানো তথ্য।
গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্ম জেফারিজ-র সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ভারতে ১৩০ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ কোটি টাকার বিয়ের বাজার রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়ের বাজারের প্রায় দ্বিগুণ। রিপোর্টে বলা হয়েছে, বিয়েতে ভারতীয়রা গড়ে সাড়ে ১২ লক্ষ টাকা খরচ করেন৷ এই অঙ্ক ভারতীয়দের প্রাক-বিদ্যালয় থেকে স্নাতক স্তরের শিক্ষার খরচের প্রায় দ্বিগুণ।
সমীক্ষার তথ্য অনুযায়ী, ভারতে বিয়ের খরচের ২০ শতাংশ ক্যাটারিংয়ে এবং ১৫ শতাংশ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য খরচ হয়। ভারতে মোট যা গয়না বিক্রি হয়, তার ৫০ শতাংশেরও বেশি কনের গয়না। তবে বেশি জাঁকজমকপূর্ণ বিয়ে করেন ধনীরাই। তাঁদের বিয়েতে গড়ে ২০-৩০ লক্ষ টাকা খরচ হয়। বিয়ে যে ভারতীয়দের কাছে কতখানি গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে এই সমীক্ষার ফলাফল।