২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সকাল থেকেই দিল্লির কর্তব্যপথে শুরু হবে ভারতীয় বায়ুসেনা, নৌবাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্যারেড। ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের পাশাপাশি সাধারণ মানুষরাও টিকিট কেটে দেখতে পারেন। কীভাবে অনলাইনে টিকিট বুক করবেন? খরচ কত? বিস্তারিত জেনে নিন।
কীভাবে টিকিট কাটতে পারবেন?
প্যারেড দেখার জন্য দু ধরনের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে একটি ৫০০টাকা এবং অন্যটি ১০০ টাকার টিকিট। অনলাইনে প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন। এছাড়াও দিল্লির একাধিক জায়গায় কাউন্টার খোলা হয়েছে। সেখান থেকেও টিকিট কাটতে পারবেন।
অফলাইন কাউন্টার থেকে টিকিট কাটার নিয়ম
অফলাইন কাউন্টার থেকে টিকিট বুক করতে হলে সঙ্গে করে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডের ফটো কপি নিয়ে যেতে হবে। এবং নির্দিষ্ট কাউন্টারে দেখানোর পর হাতে টিকিট পাবেন।
টিকিটের ক্ষেত্রেও বিশেষ ভাগ রাখা হয়েছে। ৫০০ টাকার টিকিটে সংরক্ষিত আসন থাকবে এবং ১০০ টাকার টিকিটে অসংরক্ষিত আসন পাবেন ক্রেতারা। ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইন এবং অফলাইনে এই টিকিট কিনতে পারবেন।