আজ, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস । দেশজুড়ে স্কুল, কলেজ...বিভিন্ন ক্লাবে, পাড়ার মোড়ে জাতীয় পতাকা উত্তোলন শুরু হয়েছে । ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে দীর্ঘদিনের পরম্পরা মেনেই দিল্লির রাজপথে কুচকাওয়াজ, প্যারেড থাকছে । এবছর অবশ্য ২৬ জানুয়ারি দিনটির আরও একটা বিশেষত্ব আছে । এবার সরস্বতী পুজোও পড়েছে একইদিনে । সকাল সকাল হলুদ মেখে স্নান করে বাগদেবীর আরাধনা শুরু হয়েছে । স্কুলগুলিতে প্রজাতন্ত্র দিবস পালনের পাশাপাশি সরস্বতী পুজোর আয়োজনও করা হয়েছে ।
ক্যালেন্ডারের পাতা বলছে, ১৯ বছর পর একইদিনে পড়ল সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস । শেষবার পড়েছিল ২০০৪ সালে । প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে । বিভিন্ন জায়গায় চলছে প্যারেড, বর্ণাঢ্য অনুষ্ঠান । একই সঙ্গে বাড়িতে বাড়িতে কিংবা স্কুল অথবা পাড়ার মণ্ডপ থেকে ভেসে আসছে পুরোহিতের মন্ত্রোচ্চারণ । আর সরস্বতী পুজোয় তো মেয়েদের চিরাচরিত ড্রেসকোড শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি । তাছাড়া, সরস্বতী পুজো মানেই তো বাঙালির 'ভ্যালেন্টাইন্স ডে'। সব মিলিয়ে আজকের দিনটা চুটিয়ে উপভোগ করতে তৈরি বাঙালি ।