এই যে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে, লিঙ্গসাম্য প্রতিষ্ঠা করতে এত লড়াই, তা এই পুরুষ জাতি নাকি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, শুধু তাই-ই নয়, ক্রমশ এগিয়ে চলেছে বিলুপ্তির পথে। পুরুষ প্রজাতি ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে! এমনই বলছে সাম্প্রতিক এক গবেষণা। 'প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সে'-এর একটি রিপোর্টে দাবি এমনটাই।
মানব কোষে দু ধরনের ক্রোমোজোম থাকে, X এবং Y, পুরুষের লিঙ্গ নির্ধারক ওয়াই ক্রোমোজোম নাকি হ্রাস পাচ্ছে ক্রমশ। হ্রাস পেতে পেতে এক সময়ে মিলিয়ে গেলেই বিশ্বে আর পুরুষ প্রজাতির অস্তিত্ব থাকবে না।
মহিলাদের ক্ষেত্রে দু’টি এক্স ক্রোমোজোম থাকে, পুরুষদের ক্ষেত্রে থাকে একটি X, একটি Y ক্রোমোজোম। X ক্রোমোজামে অন্তত ৯০০টি জিন থাকে, Y ক্রোমোজোমে থাকে মাত্র ৫৫টি জিন। সাম্প্রতিক গবেষণা বলছে, এই ওয়াই ক্রোমোজোমের সংখ্যাই ধীরে ধীরে কমে আসছে।
মেলবোর্নের জিন-বিশেষজ্ঞ অধ্যাপক জেনিফার গ্রেভস জানিয়েছেন, গত প্রায় ১৬৬ মিলিয়ন বছর ধরে ওয়াই ক্রোমোজোমে জিনের ক্ষয় হয়েই চলেছে, ক্ষয় হতে হতে ৯০০ থেকে জিনের সংখ্যা এখন ৫৫ তে ঠেকেছে। গাণিতিক হিসেব বলছে, ১০ লক্ষ বছরে বছরে প্রায় পাঁচটি জিন বিলুপ্ত হচ্ছে, সেই হিসেবে, হারানো চলতে থাকলে, আগামী ১১ মিলিয়ন অর্থাৎ ১.১ কোটি বছরে শেষ ৫৫টি জিনও হারিয়ে যাবে। সেদিনই নিশ্চিহ্ন হয়ে যাবে পুরুষ।
এবার পুরুষ প্রজাতি নিশ্চিহ্ন হলে মানব জাতির ভবিষ্যৎ কী? নারীরাই দাপটের সঙ্গে রাজত্ব করবে? সে তো একটা প্রজন্ম, তারপর? সভ্যতার সংকট হবে না? নারী পুরুষ উভয়ে নয়া থাকলে মানব প্রজাতিরি তো অসিত্ব সংকটের মুখে! কী ভাবছেন বিজ্ঞানীরা? তাহলে কি নতুন কোনও লিঙ্গ তৈরি হবে? অসম্ভব নয়, তবে ১ কোটি বছর পরে ঠিক কী হবে, তা আঁচ করার মতো দূরদর্শী গবেষক এখনও নেই!