ইনস্টাগ্রাম ফেসবুকের দেওয়াল রঙে মাখামাখি। টলিপাড়ার অসংখ্য সেলেবরা রং মেখে ছবি পোস্ট করেছেন। তবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দোলটা কেটেছে মায়ানগরীতে। বলিউডে জাভেদ আখতার ও শাবানা আজমির হোলি পার্টি বেশ জনপ্রিয়। এবছর সেখানেই সময় কাটিয়েছেন ঋতাভরী চক্রবর্তী।
জাভেদ আখতারের সঙ্গে অনেকক্ষণ নানা বিষয়ে কথাও হয়েছে তাঁর। তাঁর সঙ্গে নাকি জাভেদের বাংলার সাহিত্য, সুনীল গঙ্গোপাধ্যায়, বইমেলা এমন নানা প্রসঙ্গে কথা-বার্তা হয়েছে। তাঁর সঙ্গে হোলি পার্টিতে উপস্থিত ছিলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদাও।
Arijit Singh: স্কুটি চড়ে এসে দাঁড়ালেন অরিজিৎ, রঙ মাখাল 'জিয়াগঞ্জ'
আসলে, টলিউডের গন্ডি পেরিয়ে অনেকদিনই মুম্বইতেও পসার জমাতে শুরু করেছেন ঋতাভরী চক্রবর্তী। অনুরাগ কাশ্যপ থেকে শাহরুখ খান, সলমন থেকে দীপিকা একডাকে ঋতাভরীকে আজকাল বিটাউনের অনেকেই চেনেন। তাঁদের সঙ্গে ওঠাবসাও রয়েছে অভিনেত্রীর।