পুজোর ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকদিন। বাঙালির অপেক্ষা শুরু হয়েছে মহালয়ার পূণ্য প্রভাতের জন্য। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী জন্য চিরন্তন অপেক্ষা তো আছেই, তারই সঙ্গে অপেক্ষা মহালয়া উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলির বিশেষ অনুষ্ঠানের। এ বার একই চ্যানেলে দেবী দুর্গার ভূমিকায় থাকছেন টলিউডের দুই সুপারস্টার অভিনেত্রী।
মহালয়ার দিন কালার্স বাংলার 'দেবীপুরাণ' অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে কোয়েল মল্লিক এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে। দু'জনেই অস্ত্র হাতে বধ করবেন মহিষাসুরকে।
একই অনুষ্ঠানে দু'জন দেবী দুর্গা কেন? আসলে ৪ ঘণ্টার এই দীর্ঘ অনুষ্ঠান 'নবরূপে মহাদুর্গা' এবং 'দেবী দশমহাবিদ্যা'র সংমিশ্রণ। আসলে ২০২১ এবং ২০২২ সালের মহালয়ার অনুষ্ঠান মিলিয়ে তৈরি এই বছরের অনুষ্ঠান ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সম্প্রচারিত হবে।
নবরূপে মহাবিদ্যায় দুর্গা রূপে ছিলেন কোয়েল। দেবী দশমহাবিদ্যায় দুর্গার ভূমিকায় ছিলেন ঋতুপর্ণা। মহালয়ার সকালে কালার্সে দশমহাবিদ্যার অন্যান্য রূপে দেখা যাবে অন্য টেলিভিশন অভিনেত্রীদের