এই মুহূর্তে ফ্যাশনে ইন নেল এক্সটেনশন, নেল আর্ট, ম্যানিকিওর। হাতের যত্নের জন্যও অনেকে পার্লারে হাজার হাজার টাকা ঢালেন। এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এখন রোবটগুলিও আপনার নখের পরিচর্যা করতে সক্ষম৷ বিশ্বের প্রথম রোবটিক ম্যানিকিওরের ভিডিও ইন্টারনেটে দাপিয়ে বেড়াচ্ছে৷ দেখা যাচ্ছে রোবটই করছে নেইল পেন্ট, আর্ট।
Rabindra Jayanti 2023: বৈশাখের শেষ বেলা রবি ঠাকুরের নামেই তোলা
ক্লকওয়ার্ক একটি সানফ্রান্সিসকোর সংস্থা, যারা নখের বিভিন্ন ফ্যাশন স্টাইল-ফ্যাশন নিয়ে একটি স্টার্টআপ শুরু করেছে৷ এই রোবট ১০ মিনিটেই সারতে পারে কাজ। রঙ বাছাইয়ের পর সেই সাজিয়ে তুলবে আপনার নখ, এর খরচ ভারতীয় মুদ্রায় ৮০০ টাকার মতো