বাঙালির ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day) সবে পেরিয়ে এলাম আমরা। সরস্বতী পুজোয় শীতের আমেজ একটু হলেও ছিল। তবে এবার বসন্ত জাগ্রত দ্বারে। সঙ্গে মনও ফুরফুরে। দরজায় কড়া নাড়ছে প্রেম দিবস। এই দিনটি কিন্তু এখন আর একা আসে না, মা দুজ্ঞার মতো সাঙ্গপাঙ্গ নিয়ে বেশ ফুলে ফেঁপে উঠেছে ১৪ ফেব্রুয়ারির প্রেম দিবস
প্রেমের সপ্তাহ শুরু হচ্ছে এই দিনটা দিয়ে। আজ ৭ ফেব্রুয়ারি রোজ ডে(Rose Day)।। এই সময় বাজারে নানা রঙের গোলাপ পাওয়া যায়। নানা রঙের গোলাপ দিয়ে প্রেমিক বা প্রেমিকাকে একদিন সারপ্রাইজ দিলেন না হয়। আহা! ভালোবাসার মানুষকে যে লাল গোলাপ দিতে হবে, তার কোনও মানে নেই। হলুদ, গোলাপি, কমলা বেগুনি যে কোনও রঙের গোলাপ দিতে পারেন আপনার সঙ্গীকে।