গত বিধানসভা থেকেই ঘাসফুল এবং গেরুয়া, দুই শিবিরেই তারকা মুখের আধিক্য। সাগরদিঘির উপনির্বাচনেও (Sagardighi By Election) ছবিটা বদলাল না। তবে প্রার্থী নয়, দু'দলেরই প্রচারকের তালিকায় রয়েছেন জনপ্রিয় তারকারা।
রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Sagardighi Byelction) আসন্ন। আগামী ২৭ তারিখ ভোটগ্রহণ। প্রচারযুদ্ধে মিমি চক্রবর্তী-নুসরত জাহানদের বিরুদ্ধে মাঠে নামছেন লকেট চট্টোপাধ্যায়-হিরণরা চট্টোপাধ্যায়রা।
সাগরদিঘি উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী দেবাশিষ বন্দোপাধ্যায়ের হয়ে প্রচার করতে আগামী ১৯ শে ফেব্রুয়ারী সাগরদিঘির বাসস্ট্যান্ড দিঘির মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা।
Sidharth-Kiara Wedding: রিটার্ন গিফট পাবেন অতিথিরা, আপ্যায়নের সব ব্যবস্থা করছেন সিড-কিয়ারাই
অপরদিকে, বিজেপি (BJP) প্রার্থী দিলীপ সাহার নির্বাচনী প্রচারে সাগরদিঘিতে আসার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee)। যদিও এখন পর্যন্ত দিন চূড়ান্ত হয়নি।