কলকাতায় এখন থিম পুজোর রমরমা। মধ্য কলকাতার পুজো গুলোর মধ্যে থিমের নিরিখে বরাবর নজর কাড়ে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। শুধু কী নজর কাড়ে, সন্তোষ মিত্র স্কোয়ারের থিমের মণ্ডপকে আসল অযোধ্যার রাম মন্দির ভেবে ভুল করে টুইট করেও ফেলেন তারকারা। সেই পুজোয় এবারেও দারুণ চমক।
3D, 5D, 7D এসবের দিন শেষ৷ কলকাতার পুজোয় থাকবে 11D শো! লাস ভেগাসের 'স্ফিয়ারে'র আদলে তৈরি হচ্ছে সজল ঘোষের পুজোর মণ্ডপ, যার প্রধান আকর্ষণ বহুমাত্রিক শো – 11D!
উদ্যোক্তারা জানিয়েছেন, এগারো দিক থেকে দেখা যাবে প্রকৃতির নানা রূপ-রস-বর্ণ। মা দুর্গা দশ হাতে কীভাবে প্রকৃতি এবং মানবসভ্যতাকে রক্ষা করেন, তা ফুটে উঠবে বহুমাত্রিক 11D ছবিতে।
বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মানেই চমক। গত বছর রামমন্দিরের থিম দর্শকসংখ্যার সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এবারও তাঁরাই সেরা পুজোর তকমা পাবেন, তা নিয়ে নিঃসন্দেহ পুজোর উদ্যোক্তারা৷
পুজোর থিম সজলের মস্তিষ্কপ্রসূত। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, 11D শো সম্পূর্ণ অন্য, অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে কলকাতার মানুষকে। সব মিলিয়ে আরও একবার জনস্রোত উপচে পড়তে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে।