মাঘ মাস পড়লেই শুরু হয়ে যায় সরস্বতী পুজোর (Saraswati Puja 2023) তোড়জোড়। সাজো সাজো রব পড়ে যায় স্কুল, কলেজ, কোচিং সর্বত্র। কারণ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী পলাশপ্রিয়া সরস্বতীর আরাধনায় মেতে ওঠে শিক্ষার্থীরা। পুজোর দিন সকাল থেকে উপবাস করে বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করা হয় দেবী সরস্বতী পুজোতে।
ভারতীয় সময় অনুযায়ী, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ইংরেজির ২৬ জানুয়ারি,২০২৩ এবং বাংলার ১১ মাঘ ১৪২৫ সনে এই বছর সরস্বতী পুজো হবে। যদিও, পুজোর তিথি পড়েছে ২৫ জানুয়ারি সন্ধে ৬টা ২০ মিনিট ১১ সেকেন্ডে। এই শুভ তিথি থাকবে ২৬ জানুয়ারি বিকেল ৪টে বেজে ৩৮ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত।
আরও পড়ুন- আমাদের দেশে বিপুল জনপ্রিয় এই খাবারগুলো অন্য দেশে নিষিদ্ধ, জানতেন?