বাতাসে বহিছে প্রেম…বসন্ত এসে গেছে। আর বসন্তের শুভ মহরৎ হয় কিন্তু সরস্বতী পুজোর হাত ধরেই। ম্যাচিং শাড়ি-পাঞ্জাবি, অঞ্জলি দিতে গিয়ে চোখাচুখি, সকাল থেকে উপোশ- বাঙালির ভালবাসার দিনে এবার আবার জুড়েছে ‘ইংরেজি ভালবাসাও’, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। দিনভর প্ল্যান করার আগে একটিবার সময়টা জেনে নিন পুজোর।
PM Lunch with MPs: খোশমেজাজে নরেন্দ্র মোদী, ক্যান্টিনে মধ্যাহ্নভোজ সারলেন সাংসদদের সঙ্গে
মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে পূজিত হন বাগদেবী সরস্বতী। এই পুজো, বিশেষত ছাত্রছাত্রীদেরই। পঞ্জিকা মতে, ১৩ ফেব্রুয়ারি দুপুর ৩.১২ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৯ পর্যন্ত থাকবে তিথি। ১৪ই ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বেলা ১২.৩৫ পর্যন্তই সরস্বতী পুজোর সেরা সময়।